সর্বশেষ

পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক

3 rohingyas detained while applying for passports

ফরিদপুর শহরের কমলাপুর চাঁদমারিতে অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে থেকে তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাতে তাদের আটক করে ফরিদপুর কোতোয়ালি থানায় নেওয়া হয়। আটকরা হলেন: আব্দুল ছোবহান (৬০), তার স্ত্রী হাসিনা বেগম (৫৭) এবং তাদের জামাতা তৈয়বুর রহমান (২৯)। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় দুই যুবক রাশেদ খান (২৮) ও সিয়াম মাহমুদ (২৭)-কেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আটক রোহিঙ্গাদের কাছ থেকে কক্সবাজারের পাহাড়তলী ঠিকানাসংবলিত দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। যাচাই করে দেখা গেছে, ২০১৭ সালের ১২ মার্চ ইস্যুকৃত এনআইডি দুটো জাল এবং সেগুলোর নম্বর যথাক্রমে ১৯৬৫২২২২৪০৭০০০০০৭ ও ১৯৬৮২২২২৪০৭০০০০০৮।

Foridpur 20250714 072638536

আব্দুল ছোবহান জানান, ৫০ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে দালালচক্র তাদের ফরিদপুরে নিয়ে আসে। তবে এখানে এনে চক্রটি আরও দেড় লাখ টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় তাদের মারধর করে। প্রাণ বাঁচাতে দৌঁড়ে পাসপোর্ট অফিসে আশ্রয় নিলে সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. নাইমুজ্জামান জানান, বিষয়টি জানার পরই রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মো. আহাদুজ্জামান বলেন, ভুয়া এনআইডির ভিত্তিতে তারা গত ২৩ জানুয়ারি পাসপোর্টের আবেদন করেছিলেন, যা যাচাই-বাছাইয়ের পর ৭ জুলাই বাতিল করা হয়। পরে আবারো দালালের সহায়তায় পাসপোর্ট করতে এসে তারা পুলিশের হাতে ধরা পড়ে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জাল এনআইডি তৈরির পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup