ফ্রান্সপ্রবাসী তরুণ উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপনের উদ্যোগ নেন হাফিজুর রহমান। ওই সময় শেখ জসিম উদ্দিন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকি দেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন হাফিজুর।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চার্জশিট দাখিল করে সংস্থাটি। এরপর আদালত অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও
জানা গেছে, শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নম্বর ৩৬৯/২৪ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে, যার নম্বর ৩২০/২৪।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এই ধরনের অপরাধের রাশ টানতে হলে কঠোর নজরদারি ও দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করাই একমাত্র পথ।”








