আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তিনটি ব্যাংকের ৫৩টি হিসাবে জমা থাকা ১১৩ কোটি ৯ লাখ টাকার বেশি অর্থ ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, মানিলন্ডারিং সংশ্লিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। এই অর্থ যেন অন্যত্র হস্তান্তর না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে ফ্রিজের প্রয়োজনীয়তা তৈরি হয়।
আরও
এদিকে, এস আলম গ্রুপের বিরুদ্ধে আদালতের আগের আদেশে বিপুল সম্পদ জব্দ ও শেয়ার অবরুদ্ধের নির্দেশনা রয়েছে। এর মধ্যে রয়েছে—তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা, কয়েক হাজার কোটি টাকার শেয়ার ফ্রিজ, শত শত বিঘা জমি ও হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা। এসব হিসাব ও সম্পদ মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পদ বর্তমানে আদালতের জব্দাদেশে রয়েছে।
দুদক জানায়, এস আলম গ্রুপের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ধারাবাহিক অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত আদালতের নির্দেশনায় তাদের নামে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ, শেয়ার ও ব্যাংক হিসাব ফ্রিজ বা জব্দ করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সম্পদ যাতে হাতবদল না হয়, তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।









