সর্বশেষ

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক

Chhatra dal leader arrested while stealing school trees with al leaders and activists

নীলফামারীর ডোমার উপজেলায় স্কুলের গাছ কাটতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক ছাত্রদল নেতা। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশরাফুল আলম আশরাফ ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে পরিচিত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির দিনে গোপনে গাছ কাটতে গেলে এলাকাবাসী বাধা দেয় এবং আশরাফুলকে আটক করে। অভিযোগ রয়েছে, এ সময় তার সঙ্গে যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মীও ছিলেন। নাম উঠে এসেছে পাঙ্গা মটকপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আ.লীগ সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েতের।

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, “প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে কিছুই জানতেন না। আশরাফুল নিজেকে স্কুলের প্রেসিডেন্ট দাবি করে কারও কাছে জবাবদিহি করতে অস্বীকৃতি জানায়। এর আগেও সে গোপনে গাছ কাটার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।”

অভিযোগ প্রসঙ্গে আশরাফুল আলম দাবি করেন, “পুরনো ও নষ্ট গাছ সরিয়ে নতুন গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে কাজটি করেছি। সামনে অভিভাবক সমাবেশ থাকায় স্কুল বন্ধের দিন গাছ কাটা হয়েছে। ঘটনাস্থলে যারা ছিলেন, তারা কেউ রাজনৈতিক কর্মী নন—শুধু শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।”

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন রিয়াজি লিটন কোনো মন্তব্য করতে রাজি হননি। ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি পুলিশ জেনেছে এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup