সর্বশেষ

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

Reserves rise to $31.68 billion on record remittance inflows

২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, জুন মাস শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উচ্চ রেকর্ড।

বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স। গত অর্থবছরের ২৯ জুন পর্যন্ত দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.২১ বিলিয়ন ডলারে, যা একক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মানদণ্ড অনুযায়ী হিসাব করলে নিট রিজার্ভের পরিমাণ কিছুটা কম। বিপিএম৬ (ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল) অনুযায়ী, বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ২৬.৬৬ বিলিয়ন ডলার।

বিপিএম৬ অনুযায়ী হিসাব করলে কিছু দায় সংযুক্ত হয় না, যেমন রপ্তানি উন্নয়ন তহবিল বা অন্যান্য সংরক্ষিত তহবিল, যার কারণে নিট রিজার্ভ অপেক্ষাকৃত কম হয়। তবু সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহ এবং রিজার্ভের ইতিবাচক প্রবণতা অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup