রাজবাড়ীর কালুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক প্রবাসীর স্ত্রীর। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইতি বেগম (২৬)।
ইতি বেগম রায়পুর গ্রামের রোস্তম মণ্ডলের মেয়ে। তাঁর স্বামী সোহান মণ্ডল সৌদি আরব প্রবাসী। দাম্পত্য জীবনে তাদের একটি পাঁচ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। কয়েকদিন আগে ইতি তার বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানেই ঘটে এই দুঃখজনক ঘটনা।
প্রতিবেশী মো. সুমন জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি আম গাছে ওঠেন ইতি। গাছ থেকে আম পাড়ার সময় হঠাৎ করে পায়ের নিচের একটি ডাল ভেঙে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও
চিকিৎসকদের পরামর্শে ইতিকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নিরীহ ঘটনার মধ্য দিয়ে এত বড় একটি জীবনপ্রদীপ নিভে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ইতির অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।








