সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করার অভিযোগে পিটিয়ে হত্যা

Expatriate beaten to death for allegedly filming wife's bath

রাজবাড়ীতে প্রবাসী স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রুপল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয়। নিহত রুপল ভ্যান চালাতেন এবং শ্রমিকের কাজ করতেন।

নিহতের বাবা জানান, প্রবাসী রাকিবুলের স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে গত মঙ্গলবার রাকিবুলের ভাই রাফিজুল ও তার পরিবারের সদস্যরা রুপলকে মারধর করেন। তবে মোবাইল চেক করে কোনো ভিডিও পাওয়া যায়নি।

এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি সালিসের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে রুপলের মা তাকে ঢাকা থেকে ডেকে আনেন। বৃহস্পতিবার বাড়ি ফেরার পর শুক্রবার সন্ধ্যায় রাফিজুলসহ কয়েকজন তাকে জোর করে ধরে নিয়ে যায় এবং পিটিয়ে হত্যা করে।

রাজবাড়ী সদর থানার ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup