সর্বশেষ

৭ দিনে ৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়

Expatriate income of tk 9,000 crore in 7 days

দেশ থেকে অর্থপাচার কমায় এবং হুন্ডির দৌরাত্ম্য কমায় বৈধ পথে রেমিট্যান্স আসা বাড়ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিট্যান্সের গতি বেড়েছে এবং মার্চ ও এপ্রিলে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

মে মাসের প্রথম সাত দিনেও ৭৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা। প্রতিদিন আসছে প্রায় ১২৮১ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মে মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম সাত দিনের রেমিট্যান্স গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৩ কোটি ডলার বেশি। আর চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসের সাত দিন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার বেশি।

জুলাই থেকে এ পর্যন্ত রেমিট্যান্স আসার প্রবৃদ্ধি ২৮.২ শতাংশ। বিভিন্ন মাসে আসা রেমিট্যান্সের পরিমাণও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup