সর্বশেষ

‘বিয়ের প্রস্তাবে রাজি না’, ছাত্রীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

Chhatra dal leader files case against student for 'not accepting marriage proposal

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. আমেনা আক্তার পলি সাবেক ছাত্রদল নেতার দায়ের করা মামলায় আসামি হয়েছেন। পলি অভিযোগ করেছেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

গত ৭ মে পলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে, গত ৪ মে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালত ঘটনাটি পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পলির দাবি, আশিকুর রহমান ২০২১ সাল থেকে তাকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। তার পরিবার রাজি না হওয়ায় আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। পলি জানান, তাকে এবং তার পরিবারকে হয়রানি করার জন্যই এই মামলা করা হয়েছে।

পলি আরও বলেন, তিনি বা তার পরিবারের কেউ কখনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি এই ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করেছেন।

আশিকুর রহমান জানান, তিনি জুলাই মাসের আন্দোলনে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন এবং পলি সেই ঘটনায় জড়িত ছিলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup