সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বলি আড়াই বছরের শিশু

প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় বলি আড়াই বছরের শিশু

রাজধানীর কেরানীগঞ্জে আড়াই বছরের এক শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির মরদেহ মাদারীপুরে দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করেছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের মালয়েশিয়া প্রবাসী দবির বেপারীর স্ত্রী শারমিন আক্তার দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার চাচাশ্বশুর আমির বেপারীর সঙ্গে। এক মাস আগে স্বামীকে তালাক দিয়ে ছোট ছেলে ইমতিয়াজকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জে আমিরের সঙ্গে বসবাস শুরু করেন তিনি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে শারমিন আক্তার শিশুটির মরদেহ নিয়ে মাদারীপুরের গ্রামের বাড়িতে পৌঁছান। মরদেহ নিয়ে আসার পর গ্রামবাসীর সন্দেহ জাগে এবং শুরু হয় জটলা। মঙ্গলবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে, তারা শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পরকীয়ার জেরে শারমিন নিজ সন্তানকে হত্যা করেছেন। তাদের দাবি, শিশুটিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়, পরে মরদেহ ঢেকে গ্রামের বাড়িতে দাফনের জন্য আনা হয় যাতে ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন জানান, শিশুটির মৃত্যুর পেছনে পারিবারিক জটিলতা এবং পরকীয়ার অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup