সর্বশেষ

সিঙ্গাপুরে থেকে মুন্সীগঞ্জ আদালতে অনলাইনে সাক্ষ্য দিলেন প্রবাসী

সিঙ্গাপুরে থেকে মুন্সীগঞ্জ আদালতে অনলাইনে সাক্ষ্য দিলেন প্রবাসী

মুন্সীগঞ্জে বিচারাধীন একটি মামলায় অনন্য নজির স্থাপন করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। তিনি সিঙ্গাপুরে অবস্থানরত সাক্ষী সাগর হাসানের সাক্ষ্য ভিডিও কলের মাধ্যমে গ্রহণ করেছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতের এজলাসে বসেই এই অনলাইন সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার ধোপরা পাশা জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাগর হাসানকে হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হন। এ ঘটনায় তার বাবা সেকুল দেওয়ান বাদী হয়ে রিহান হাওলাদারসহ দুইজনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সাগর হাসান সিঙ্গাপুরে পাড়ি জমান। তার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্যগ্রহণে জটিলতা সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে বিচারক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইনে সাক্ষ্য নেওয়ার উদ্যোগ নেন, যা বিচার প্রার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আদালতে উপস্থিত একাধিক ব্যক্তি এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়ে বলেন, প্রযুক্তির এ ব্যবহারে বিদেশে থাকা সাক্ষীরাও এখন আদালতে অংশগ্রহণ করতে পারবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিনও বিচারকের এই পদক্ষেপকে যুগোপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

মামলার বাদী সেকুল দেওয়ান জানান, তার ছেলে সাগর হাসান সিঙ্গাপুরে থেকেও সাক্ষ্য দিতে পেরেছেন, এতে তিনি ভীষণ আনন্দিত। তিনি বিচারকের এই মানবিক ও আধুনিক চিন্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ জানান, মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তির এমন ব্যবহার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup