সর্বশেষ

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনীয় নারী

প্রেমের টানে কুমিল্লায় ইউক্রেনীয় নারী

প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসেছেন সালো নাদিয়া নামের ৫০ বছরের এক নারী। মোতাসিন বিল্লাহ নামের ৬৩ বছর বয়সী কুমিল্লার এক প্রেমিকের কাছে ছুটে এসেছেন চেকপ্রজাতন্ত্রে বাস করা ওই ইউক্রেনীয় নারী

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন দুজন।

প্রেমিক মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। নাদিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন তিনি।

শনিবার (১ মার্চ) এসব তথ্য জানিয়েছেন প্রেমিক মোতাসিন বিল্লাহ।

মোতাসিন বিল্লাহ বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সাইকোলজিস্ট সালো নাদিয়ার সঙ্গে। পরে দুজনের মধ্যে টুকটাক চ্যাটিং হতে থাকে। বছর দুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দি হওয়ার। সেই সূত্রে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৫০ বছর বয়সী নাদিয়া।

মোতাসিন বিল্লাহ আরও বলেন, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। একটি সেখানে সাইকোলোজিস্ট হিসেবে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন নাদিয়া। নাদিয়া ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। তার সঙ্গে আমার ইংরেজি ভাষায় কথা হয়।

তিনি বলেন, নাদিয়া খুবই ভালো একজন মানুষ। সে বাংলাদেশকে খুব পছন্দ করে। তবে বাংলাদেশের জলবায়ু এবং জনসংখ্যা নিয়ে তার কিছুটা আপত্তি আছে। বাংলাদেশি পোশাক তার প্রিয়। কুমিল্লার রসমলাই খেতে পছন্দ করে নাদিয়া। বাংলাদেশের অতিরিক্ত ঝাল দিয়ে রান্না তার ভালো লাগে না। কয়েকদিন বাংলাদেশে থাকবে সে। আবার ব্যাক করে চেকপ্রজাতন্ত্রে ফিরে যাবে। সেখানে যাওয়ার পর আমার ভিসার জন্য চেষ্টা করবে। আমি যাওয়া আসার মধ্যে থাকবো। সে-ও বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকবে।

দাম্পত্য জীবন সুখ-সমৃদ্ধির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মোতাসিন বিল্লাহ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup