দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি তার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত এই আলোচিত প্রবাসী সাংবাদিক নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ বার্তা দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “পরিস্থিতি আরেকটু পক্ষে আসলেই দেশে চলে যাবো, অতএব সাবধান!”—এই বক্তব্যকে ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
এছাড়াও তিনি তার পোস্টে উল্লেখ করেন, ” ৩২ নম্বর জয় বাংলা করে দিছে, বাংলাদেশে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আপালীগ শ্লোগান দেয়—’শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। নিউইয়র্কে না চিল্লায়ে দেশে যাও, ৩২ নম্বরে গিয়ে টিকটক বানাও। ”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে লেখেন, “আমাকে নিয়ে আজেবাজে শ্লোগান দিলে এর হিসেব দেশে গিয়ে নিবো। তোমাদের ঠিকানা খুঁজে বের করা কঠিন কিছু না।”
আরও
তার এই বক্তব্য সত্যিই কি দেশে ফেরার পূর্বাভাস দিচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বার্তা—এ নিয়ে শুরু হয়েছে আলোচনা। এখন দেখার বিষয়, ইলিয়াস হোসাইন সত্যিই দেশে ফেরেন কিনা, আর ফিরলে তার রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনে কী প্রভাব পড়ে।
https://www.youtube.com/watch?v=GsvDS9R9IQE










