সর্বশেষ

বিমানবন্দরে রক্তাক্ত নরওয়ে প্রবাসী

ঢাকা বিমানবন্দরে পরিবর্তনের হাওয়া, সন্তুষ্ট প্রবাসীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ ভিন্ন কথা বললেও মারপিটের শিকার যাত্রীর রক্তমাখা শরীর ও কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কিউআরএফ ও আনসারের ১০ জনের মতো সদস্য চারদিক থেকে ঘিরে ধরে সাইদ উদ্দিনকে মারধর করছেন। এ সময় একজন নারী চিৎকার করে তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মারধরে সাইদের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে। মুহূর্তেই ভিডিওগুলো ভাইরাল হয় ফেসবুকে। হামলার শিকার ওই প্রবাসীর নাম নাম সাঈদ উদ্দিন। তার বাড়ি ফেনীর সোনাগাজীতে।

এদিন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের চারজন এবং বাংলাদেশের ওই প্রবাসীকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। এই পাঁচ যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। যাত্রীরা বের হওয়ার সময় কিউআরএফ সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরে এ নিয়ে বাগ-বিতণ্ডার একপর্যায়ে মারধরে রক্তাক্ত হন সাইদ উদ্দিন।

অবশ্য বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে ভিন্ন কথা, দুপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে একজন নিরাপত্তাকর্মী ওই যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে যাত্রী বিমানবাহিনীর এক নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেন। তখন তাদের মধ্যে ধ্বস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তাকর্মী মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় সেখানে দায়িত্বরত আনসার এবং এভিয়েশন সিকিউরিটির সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup