সর্বশেষ

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বাসে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের বাসে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বহনকারী একটি বাসে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা থেকে ঢাকায় আসার পথে এই হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

এরই ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

গোপালগঞ্জে আন্দোলনকারীদের বাসে হামলার অভিযোগ | কালবেলা

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর বাংলামোটরে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচির বিস্তারিত জানান।

মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-জনতার ভিড় জমতে শুরু করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা ঐক্যের বার্তা নিয়ে জমায়েত হন। শহীদ মিনারের মূল বেদীতে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে মূল কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হামলার ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখতে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই ঘটনার ফলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি নতুন করে দৃষ্টি নিবদ্ধ হয়েছে, যা ইতোমধ্যেই দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup