সর্বশেষ

বন্ধুর মরদেহের পাশে লাউড স্পিকার ছেড়ে নাচলেন আরেক বন্ধু

Another friend danced with a loudspeaker next to his dead body

ভারতের মধ্যপ্রদেশের মান্দসৌরে এক হৃদয়ছোঁয়া ঘটনা সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে। ৭১ বছর বয়সী সোহানলাল জৈনের মৃত্যুতে স্বজনদের শোকের ছায়া থাকলেও, এক ভিন্ন চিত্র ধরা পড়ে তার ঘনিষ্ঠ বন্ধু আম্বালাল প্রজাপতির আচরণে। মরদেহের পাশেই তিনি গান ছেড়ে নেচেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।

প্রথমে অনেকেই বিষয়টিকে অশালীন ভেবেছিলেন, কিন্তু পরে জানা যায় এটি ছিল সোহানলালের শেষ ইচ্ছা। মৃত্যুর আগে লিখিত চিঠিতে তিনি আম্বালাল ও আরেক বন্ধু শঙ্করলালকে তার শেষ যাত্রায় নাচতে বলেছিলেন।

নাচের সময় আম্বালালের হাতে ছিল সেই চিঠিটি। তিনি বলেন, “আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম। সে শুধু বন্ধু নয়, আমার ছায়া ছিল।”

আরও জানান, সোহানলাল দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রাতলামের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত তিনি ক্যানসারের কাছে হেরে যান।

পণ্ডিত রাকেশ শর্মা বলেন, “এমন বন্ধুত্ব বিরল। বন্ধুর ইচ্ছা রক্ষা করেই সে তাকে শ্রদ্ধা জানিয়েছে।” ঘটনাটি মানুষের মধ্যে বন্ধুত্বের মর্ম স্পর্শ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup