আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ সংস্থা রয়টার্সের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হঠাৎ করেই ভারতে বন্ধ হয়ে গেছে। দেশটির ব্যবহারকারীরা ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে দেখতে পাচ্ছেন, “আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে”—এমন একটি বার্তা। তবে কে বা কোন সংস্থার পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে, সে বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রয়টার্সের হ্যান্ডেল ভারতে কার্যত নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সরকারের এক মুখপাত্র বলেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ জানানো হয়নি। বরং এ নিয়ে ‘এক্স’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

আরও
এদিকে, কিছু গণমাধ্যমের দাবি, সম্ভবত পূর্বের কোনো অনুরোধের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার সম্প্রতি বেশ কয়েকটি বিদেশি ও দেশীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধে পদক্ষেপ নিয়েছিল। তখন রয়টার্সের নামও সম্ভাব্য তালিকায় থাকলেও, সেসময় অ্যাকাউন্টটি অক্ষত ছিল।
বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
এদিকে, ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রয়টার্সের অ্যাকাউন্টটি শিগগিরই পুনরায় সক্রিয় হতে পারে। তবে সেটি ঠিক কবে নাগাদ সম্ভব হবে বা এর পেছনে নির্দিষ্ট কারণ কী, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি।











