সর্বশেষ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান

Pakistan extends airspace closure for india

পেহেলগামে প্রাণঘাতী হামলার জেরে শুরু হওয়া উত্তেজনার প্রেক্ষিতে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান। আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

পাকিস্তানি দৈনিক দ্য ইন্টারন্যাশনাল নিউজ-এর খবরে বলা হয়েছে, গত ২৩ এপ্রিল ভারত প্রথমে পাকিস্তানের জন্য একতরফাভাবে আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। এর পরদিনই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একই সিদ্ধান্ত নেয়।

বিমান চলাচল সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতির কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় পাকিস্তানকে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একবারে এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই মেয়াদ শেষ হওয়ার আগে আবার নতুন করে এক মাসের জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হবে।

উল্লেখ্য, পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ৭ মে ভারত আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়, যাতে ৩১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান বলে দাবি ইসলামাবাদের। জবাবে পাকিস্তানও ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে বলে জানায়, যার মধ্যে তিনটি রাফায়েল এবং ডজনখানেক ড্রোন ছিল।

চারদিনের এই সংঘাতে দুই দেশের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানের দাবি, সংঘর্ষে ভারতের অন্তত ১১ সেনা এবং ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আকাশপথে চলাচলে কড়াকড়ি অব্যাহত রাখার ঘোষণা দিল পাকিস্তান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup