ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ দিচ্ছে চীন

Countries where you can go without a visa

চীন সরকার লাতিন আমেরিকার পাঁচটি দেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুন থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই নীতির আওতায় ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের নাগরিকরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ বা পরিদর্শনের উদ্দেশ্যে চীনে যেতে পারবেন। তবে, এই ভ্রমণের মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন হবে।

চীনের এই সিদ্ধান্ত ইতোমধ্যে উল্লিখিত দেশগুলোর নাগরিকদের মধ্যে ভ্রমণ আগ্রহ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পেরুর অনেকে মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন খাতে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।

ব্যবসায়ীদের চোখে এটি কেবল ভ্রমণ সুবিধা নয়; বরং শিক্ষা, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের মতে, চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সফর এখন হবে আরও সহজ, দ্রুত এবং ব্যয় সাশ্রয়ী।

উল্লেখযোগ্য যে, ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি লাতিন আমেরিকার শীর্ষ অর্থনীতির দেশগুলোর অন্তর্ভুক্ত। চীন এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালু করেছিল। এবার লাতিন আমেরিকায় এই নীতি সম্প্রসারণে চীন তাদের বৈশ্বিক সংযোগ ও সম্পর্ক উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post