মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন প্রদেশে গিয়ে পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে ও জুন ২০২৫ মাসব্যাপী ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট সরাসরি হস্তান্তরসহ অন্যান্য কনস্যুলার সেবা দেওয়া হবে। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসীরা যেন সর্বোচ্চ সুবিধা পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও
উল্লেখ্য, এসব সেবা গ্রহণের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত তারিখ, সময় ও স্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
প্রাথমিকভাবে যে প্রদেশগুলোতে সেবা দেওয়া হবে, তার সম্ভাব্য সময়সূচিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জহুর বাহরুতে ১০ ও ১১ মে, পেনাংয়ে ১৭ ও ১৮ মে, আবারও জহুর বাহরুতে ২৪ ও ২৫ মে, মেলাকায় ৩১ মে ও ১ জুন এবং সর্বশেষবার ১৪ ও ১৫ জুন জহুর বাহরুতে সেবা কার্যক্রম চলবে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব কার্যক্রম পরিচালিত হবে।
হাইকমিশন জানিয়েছে, অনিবার্য কারণে স্থান বা সময়সূচি পরিবর্তন হলে তা নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য হাইকমিশনের ফোন, ইমেইল ও ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে বলা হয়েছে।








