সর্বশেষ

৪ সেকেন্ডে টোলকর্মীকে সাত থাপ্পড় নারীর

৪ সেকেন্ডে টোলকর্মীকে সাত থাপ্পড় নারীর

উত্তরপ্রদেশের হাপুর জেলার একটি টোলপ্লাজায় টোলকর্মীকে এক নারীর মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, হঠাৎ করে এক নারী টোল কাউন্টারে ঢুকে এক যুবককে গলা চেপে ধরে এবং পরপর সাতটি চড় মারেন মাত্র চার সেকেন্ডের ব্যবধানে। এরপরই বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

ঘটনার সময় ওই যুবক নিজ দায়িত্বে টোল আদায়ের কাজ করছিলেন। হঠাৎই এক নারী গাড়ি থেকে নেমে কাউন্টারে ঢুকে পড়েন এবং কোনো কথাবার্তা ছাড়াই যুবকের ওপর আক্রমণ শুরু করেন। তাকে জানালার দিকে ঠেলে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন আরেক টোলকর্মী। তিনি ক্ষমা চাইলে তবেই থামেন ওই নারী।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সূত্রপাত হয় ওই নারীর গাড়িতে থাকা ফাস্ট্যাগে পর্যাপ্ত ব্যালান্স না থাকায়। টোল দিতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং গাড়ি থেকে নেমে টোল কাউন্টারে ঢুকে কর্মীর ওপর চড়াও হন। যদিও ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন নারী হওয়ার কারণেই কি এই ধরনের আচরণ মেনে নেওয়া হবে? নেটিজেনদের মন্তব্য, আইনের চোখে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমানভাবে বিচার করতে হবে, নাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হয়ে পড়বে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup