সর্বশেষ

রাস্তায় প্রকাশ্যে জোর করে হিজাব খুলে নারীকে হেনস্থা

রাস্তায় প্রকাশ্যে জোর করে হিজাব খুলে নারীকে হেনস্থা

উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খালাপার এলাকায় এক মুসলিম নারীকে প্রকাশ্যে হিজাব খুলে নেওয়ার এবং তার সঙ্গে থাকা এক হিন্দু যুবককে লাঞ্ছিত করার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ওই নারী ও পুরুষকে ঘিরে ধরে হেনস্থা করছে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই জনমনে ক্ষোভের সঞ্চার হয়।

ঘটনাটি ঘটেছে ১২ এপ্রিল, শুক্রবার বিকেলে। জানা গেছে, ২০ বছর বয়সী ফারহিন নামের ওই নারী তার মা‌য়ের নির্দেশে ঋণের কিস্তি তুলতে শচীন নামের এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তারা দু’জনেই একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার কর্মী। পথে খালাপারের দরজি ওয়ালি গলিতে ৮-১০ জনের একটি দল তাদের থামিয়ে অপমান করে, ফারহিনের হিজাব জোর করে টেনে নেয় এবং শারীরিক নিগ্রহ করে।

এক পথচারী পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করেন এবং তা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই সাধারণ মানুষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’জনকে নিরাপদে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়। ফারহিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে।

মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার (সিও) রাজু কুমার সাও জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও দোষীদের শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup