সর্বশেষ

ট্রাম্পের জয়ের পর দেশ ছাড়তে চান অনেক আমেরিকান

ট্রাম্পের জয়ের পর দেশ ছাড়তে চান অনেক আমেরিকান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যখন ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের দিকে নিয়ে গেছে তখন অনেক আমেরিকান হতাশ হয়ে দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছেন। খবর রয়টার্স ।

মঙ্গলবার (৫ নভেম্বর) ‍যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্য গুগল সার্চে দেখা গেছে প্রায় ১২৭০ শতাংশ মানুষ কানাডা যাওয়ার তথ্য অনুসন্ধান করেন। এছাড়া নিউজিল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে গুগল সার্চ করেন ২০০০ শতাংশ মানুষ এবং অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে ৮২০ শতাংশ মানুষ গুগল অনুসন্ধান করেন।

গুগলের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে বুধবার রাত পর্যন্ত এই তিন দেশে যাওয়ার জন্য অনেকে গুগল অনুসন্ধান করেন।

তবে গুগল অনুসন্ধ্যানে প্রকৃত তথ্য পাওয়া না গেলেও নিউজিল্যান্ডের অভিবাসী ওয়েবসাইটের তথ্য বলছে, প্রায় ২৫ হাজার আমেরিকান ৭ নভেম্বর পর্যন্ত তাদের সাইট ভিজিট করেছে। যেখানে গত বছর এই সময়ে ছিল মাত্র ১৫০০ জন।

কাডানার পুরাতন অভিবাসী আইনী সংস্থা গ্রিন এন্ড স্পিগেলের সহযোগী সংস্থা এভার গ্রিন জানিয়েছে, তারা প্রতি আধা ঘণ্টার মধ্যে একটি করে নতুন মেইল পাচ্ছে।

২০১৬ সালে ট্রাম্পের জয়ে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এডিসন রিসার্চ এক্সিট পোলের তথ্যানুসারে, এবারের নির্বাচনে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় মার্কিন ভোটারদের এক তৃতীয়াংশ মনে করেন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup