যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটের দিকে এন্সট্রম এফ-২৮এ ও এন্সট্রম ২৮০সি মডেলের হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়িয়ে বিধ্বস্ত হয়। প্রতিটি হেলিকপ্টারে কেবল পাইলটই ছিলেন।
হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি হেলিকপ্টারকে দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এফএএ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, আকাশে স্বাভাবিক অবস্থায় উড্ডয়নরত অবস্থায়ই হেলিকপ্টার দুটি পরস্পরের মুখোমুখি সংঘর্ষে পড়ে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার সময় আকাশে আংশিক মেঘ থাকলেও বাতাস ছিল হালকা এবং দৃশ্যমানতাও ভালো ছিল।
আরও
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ক্যাফের মালিক সাল সিলিপিনো বলেন, হতাহত দুই পাইলটই তার নিয়মিত ক্রেতা ছিলেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে, যা ছিল এক ভয়ংকর দৃশ্য।
হামোন্টনের আরেক বাসিন্দা ড্যান ডেমশেক স্থানীয় গণমাধ্যমকে জানান, একটি বড় শব্দের পর তিনি আকাশে হেলিকপ্টার দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে দেখেন। প্রথমটি দ্রুত নিচে নেমে যায়, কিছুক্ষণ পর দ্বিতীয়টিও একইভাবে বিধ্বস্ত হয়। প্রায় ১৫ হাজার মানুষের এই ছোট শহরে এমন ভয়াবহ দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।











