সর্বশেষ

বাসে নড়ে উঠল লাগেজ, খুলতেই মিলল ২ বছরের শিশু

Luggage

নিউজিল্যান্ডের কাইওয়াকা শহরে একটি যাত্রীবাহী বাসে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। নিয়মিত বিরতিতে একটি ডিপোতে থামলে বাসচালক লক্ষ করেন, যাত্রীদের বসার জায়গার নিচে রাখা একটি লাগেজ অস্বাভাবিকভাবে নড়ছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি লাগেজটি খুলে দেখেন, এর ভেতরে রয়েছে একটি জীবন্ত শিশু।

ঘটনাটি ঘটে গত রোববার (৩ আগস্ট)। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, এক নারী একটি বড় আকারের লাগেজসহ বাসে ওঠেন। যাত্রাপথে নির্ধারিত এক স্টপেজে থামার সময় লাগেজটি নড়াচড়া করায় চালক উদ্বিগ্ন হয়ে পড়েন এবং এরপরেই বিষয়টি তদন্ত করেন তিনি।

লাগেজ খুলে চালক দেখতে পান, সেখানে রয়েছে মাত্র দুই বছর বয়সী একটি শিশু। তৎক্ষণাৎ তিনি কাইওয়াকা শহরের বাস ডিপোতে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ২৭ বছর বয়সী ওই নারীকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন জানান, আটক নারীকে শিশুর প্রতি নিষ্ঠুরতা ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির শরীর অস্বাভাবিকভাবে গরম থাকলেও তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছেন।

পুলিশ জানায়, লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে একটি আলাদা অংশে রাখা হয়েছিল। ইন্সপেক্টর হ্যারিসন মন্তব্য করেন, চালকের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণেই শিশুটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup