আমেরিকায় মধ্যরাতে ট্রাকের ফ্ল্যাটবেড থেকে ১৩ প্রবাসী আটক

13 expatriates detained from truck flatbed in america at midnight

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে এক ট্রাকচালকের বিরুদ্ধে মানবপাচারের গুরুতর অভিযোগ উঠেছে। সীমান্তরক্ষী বাহিনী (ইউএস বর্ডার পেট্রোল) তার সেমি ট্রাকের ক্যাব এবং ফ্ল্যাটবেড অংশ থেকে ১৩ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে ২৬ জুন রাতের দিকে, নিউ মেক্সিকোর স্টেট রোড ২৬-এ ডেমিং ও হ্যাচ শহরের মধ্যবর্তী এলাকায়। সীমান্ত টহলরত কর্মকর্তারা সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে চালকের সঙ্গে কথা বলেন। তিনি একজন মার্কিন নাগরিক। এরপর অভিবাসন সংক্রান্ত তল্লাশির অংশ হিসেবে ট্রাকের ক্যাব অংশে এক ব্যক্তিকে পাওয়া যায়, যিনি বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

887485 thumbnail

পরে ট্রাকের ফ্ল্যাটবেড অংশে তল্লাশি চালিয়ে নিচের একটি গোপন কক্ষ থেকে আরও ১২ জন অভিবাসীকে গাদাগাদি অবস্থায় উদ্ধার করা হয়। ইউএস বর্ডার পেট্রোলের এল পাসো সেক্টরের ভারপ্রাপ্ত প্রধান ওয়াল্টার এন. স্লোসার একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায়, কতটা অমানবিক ও বিপজ্জনক অবস্থায় মানুষগুলোকে বহন করা হচ্ছিল।

স্লোসার বলেন, “পাচারকারীরা মানুষের জীবনকে গুরুত্ব না দিয়ে শুধুই অর্থ উপার্জনের জন্য এই ধরনের নৃশংস কাজ করে থাকে।”

ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালকের নাম ও আটক অভিবাসীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে চালকের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসী পরিবহনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে আটক অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize