সর্বশেষ

পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!

Donald trump wants to be the next pope!

সম্প্রতি প্রয়াত রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে এক প্রশ্নে মজার জবাব দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ।”

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা যান। পরে ২৬ এপ্রিল ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং রোমের বিখ্যাত ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে-তে তাকে সমাহিত করা হয়। এরপর থেকেই বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীদের মধ্যে নতুন পোপ কে হবেন, তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ট্রাম্পের এই মন্তব্যের সময় উপস্থিত ছিলেন সংবাদকর্মীরা। রসিকতা করে নিজের পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের পর, ট্রাম্প বলেন, “আমার কোনো নির্দিষ্ট পছন্দ নেই। তবে আমাদের নিউইয়র্কের একজন কার্ডিনাল আছেন, তিনি খুব ভালো। দেখা যাক, কী হয়।” ইঙ্গিতটি ছিল কার্ডিনাল টিমোথি ডোলানের দিকে, যদিও তাকে পোপ হওয়ার দৌড়ে এগিয়ে হিসেবে ধরা হচ্ছে না।

যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনও কোনো ব্যক্তি পোপ নির্বাচিত হননি। তবে ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামও রসিকতা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া পোস্টে তিনি বলেন, “আমি খুশি যে ট্রাম্প পোপ হতে চান। কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের উচিত এই সম্ভাবনাটি খোলা মনে বিবেচনা করা।” তিনি ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক পোপ নামও প্রস্তাব করেন— পোপ ট্রাম্প এমএম-২৮!

এই ঘটনা ট্রাম্পের স্বভাবসুলভ রসিকতা হলেও তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন পোপ নির্বাচন নিয়ে ক্যাথলিক বিশ্ব অপেক্ষায় থাকলেও, এমন ব্যতিক্রমী মন্তব্য বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post