সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Bangladeshi businessman shot dead in South Africa

দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার রাতে তার নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আকাশ সুপারশপ’-এ ঢুকে সশস্ত্র দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়।

পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান আমিনুল ইসলাম। ব্যবসার মাধ্যমে তিনি লিম্পুপু অঞ্চলে স্থায়ীভাবে নিজের অবস্থান তৈরি করেন। শুক্রবার রাত প্রায় ১২টার দিকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত সুপারশপে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর মুহূর্তের মধ্যেই হামলাকারীরা এলাকা ত্যাগ করে।

নিহতের চাচাতো ভাই ও ব্যবসায়ী মিল্টন সিদ্দিকী আমিনুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুল ইসলাম আজিজ সিদ্দিকীর ছেলে এবং মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। দীর্ঘদিন বিদেশে ব্যবসা পরিচালনা করলেও সম্প্রতি তিনি দেশে একটি বাসস্থান নির্মাণের কথাও ভাবছিলেন।

হত্যার সংবাদ গোড়াইল গ্রামে পৌঁছালে স্বজন ছাড়াও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকার মানুষ এমন নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও হামলাকারীদের শনাক্তকরণের দাবি জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় বিদেশি ব্যবসায়ীদের ওপর হামলা নতুন নয়। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনে কারা জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসীরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup