সর্বশেষ

ভিসা মেয়াদ নিয়ে সুখবর দিল মিশর

Egypt gives good news about visa validity

মিশর সরকার পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের জন্য প্রতিবার দেশে থাকার অনুমোদিত মেয়াদ দ্বিগুণ করে ১৮০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে। আগে প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি থাকলেও বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সময়সীমা বৃদ্ধি করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, দীর্ঘমেয়াদি ভিসাধারীরা পর্যটক রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যা প্রতিবার প্রবেশে সর্বাধিক ১৮০ দিন থাকার সুযোগ দেবে। এই সময়ের মধ্যে তারা চাইলে দেশত্যাগ করে পুনরায় মিশরে প্রবেশ করতে পারবেন, তবে তাদের ভিসা কার্যকর থাকবে।

ফলে ভিসাধারীরা মিশরের সরকারি সেবা গ্রহণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম নির্বিঘ্নে চালাতে সক্ষম হবেন। বিশেষভাবে দীর্ঘমেয়াদি পর্যটক, ব্যবসায়ী ও প্রবাসীরা এই পরিবর্তনের সুবিধা পাবেন।

মিশরের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা বর্তমানে ১৮০ দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। নিয়মিত ভ্রমণকারীদের সুবিধার্থে এই ভিসা একবারে পাঁচ বছরের জন্য বৈধ থাকে এবং ভিসাধারীরা বারবার মিশরে প্রবেশ করতে পারবেন, নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

এই পরিবর্তনের ফলে মিশরে দীর্ঘমেয়াদি ভিসাধারীদের জন্য ভ্রমণ ও অবস্থানের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলে অভিজ্ঞরা মনে করছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup