নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ফজর নামাজ চলাকালে সশস্ত্র ডাকাতরা একটি মসজিদে গুলি চালিয়ে অন্তত ২৭ জন মুসল্লিকে হত্যা করেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় এক গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউ গ্রামে ভোর ৪টার দিকে হঠাৎই বন্দুকধারীরা মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। নামাজরত মুসল্লিরা আতঙ্কে প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করলে পালিয়ে যাওয়া মানুষদের লক্ষ্য করেও গুলি চালানো হয়।
এ হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় এ ধরনের হামলা নিয়মিত ঘটছে। জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাত প্রায়ই রক্তক্ষয়ী রূপ নেয়, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এর আগেও দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের গণহত্যার ঘটনা ঘটেছে।
আরও
শুধু চলতি বছরের জুন মাসেই উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারবার নাইজেরিয়া সরকারকে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। বিশেষত বেনু রাজ্যে প্রায় প্রতিদিনই রক্তপাতের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের হত্যাযজ্ঞের পরপরই সেনা ও পুলিশ সদস্যদের উঙ্গুওয়ান মানতাউ এলাকায় মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী হামলা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।











