বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে শতাধিক অনুসারী এ বিক্ষোভে অংশ নেন। সরেজমিনে দেখা গেছে, তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে স্লোগান দেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এর আগে একই দিন বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে।
চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গত ৩০ অক্টোবর মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলায় আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এর আগে মামলার প্রেক্ষিতে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী এবং আরও কয়েকজন।
চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি “চিন্ময় প্রভু” নামে পরিচিত।
এ ঘটনায় অনুসারীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post