অনেকদিন ধরেই ভারত-কানাডা সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েন চলছে। আর এরই মধ্যে রমরমিয়ে ভাইরাল একটি ভিডিয়ো। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন জনৈক কানাডিয়ান। বলাবাহুল্য, সেই ভিডিয়োতে ভারত বিদ্বেষ স্পষ্ট। ভিডিয়োতে ব্যক্তির দাবি, হাসপাতালে তাঁর প্রসূতি আত্মীয়ার নার্স নাকি জানিয়েছেন যে, ক্যানাডার হাসপাতালগুলির প্রসূতি ওয়ার্ড ভারতীয় মহিলায় পরিপূর্ণ। তাঁরা বিনামূল্যে সন্তান প্রসব করতে এবং সন্তানকে ক্যানাডার নাগরিকত্ব দেওয়ার লোভেই নাকি ক্যানাডায় উড়ে যান। বিষয়টি সেখানেই থেমে থাকেনি। ওই ব্যক্তির আরও অভিযোগ, গর্ভবতী ভারতীয় মহিলারা বিনামূল্যে সন্তান প্রসবের জন্য ক্যানাডায় উড়ে যান। এবং কানাডিয়ানদের ট্যাক্সের টাকায় সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর তাঁরা ভারতে ফিরে যান বটে, কিন্তু তিনি হলফ করে বলতে পারেন যে, সেই সন্তান বড় হয়ে নাগরিকত্বের দাবি নিয়ে ফের ক্যানাডায় ফিরে আসবে। এবং নিজের কানাডিয়ান নাগরিকত্বের জোরে তাঁর বাবা-মা, ভাই-বোন সহ সমস্ত আত্মীয়দের নিয়ে ক্যানাডায় ভিড় জমাবে।
ভিডিও ভাইরাল হয়েছে মানে নেটিজেনরাও দুই দলে ভাগ হয়ে গেছেন। কেউ অভিযোগকারীর পক্ষে কথা বলেছেন। কেউ আবার মন্তব্য করেছেন ভারতের পক্ষে। ভিডিয়োদাতাকে সমর্থন করে এক নেটিজেন বিষয়টিকে ‘প্রতারণা’ বলে দাগিয়ে দিয়েছেন। কেউ আবার সরাসরি দুষেছেন দেশের সরকারকে। তাঁর অভিযোগ, সরকার দেশের নাগরিকদের দূর করে বিদেশিদেরকেই ক্যানাডায় স্থান দিতে বদ্ধপরিকর। এটি একধরনের ‘কুৎসিত গণনির্বাসন’।
এই ধরনের যুক্তি মানতে নারাজ এক মহিলার দাবি, কানাডিয়ানদের দেওয়া ট্যাক্স হাসপাতালের যাবতীয় খরচ বহনের জন্য যথেষ্ট নয়। কোনও বিদেশি যদি নিজের পকেটের টাকা খরচ করে হাসপাতালে সন্তানের জন্ম দেন তাতে হাসপাতালগুলিরই লাভ। তাঁর কথাকে সমর্থন করে অপর নেজিটেনের দাবি, সন্তান জন্মের আগে থেকে সন্তান জন্ম পর্যন্ত কম করে ছয় মাস কোনও বিদেশি গর্ভবতী মহিলা এবং তাঁর পরিবারের লোকজনদের ক্যানাডায় থাকতে হয়। সেই সময় তাঁরা নির্দিষ্ট ট্যাক্স দিয়ে থাকেন।
ভিসা বেবিদের কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন এক ভারতীয়। আরেক সমালোচকের অভিযোগ, ছাত্র ভিসা, মাতৃত্বকালীন চিকিৎসা, নাগরিকত্ব সবকিছু মিলিয়ে ভারতীয় কানাডিয়ানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছেন।
ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর প্রতিবাদ করেছেন কানাডিয়ান ভারতীয় বংশোদ্ভুতরা। তাঁদের একজনের কথায়, শুধুমাত্র ধনীদের পক্ষেই সন্তান জন্মের জন্য ক্যানাডায় উড়ে যাওয়া সম্ভব।
কেউ আবার আগ বাড়িয়ে, ভারতীয় তথা বিদেশিদের ক্যানাডায় গিয়ে সন্তান প্রসব এবং নাগরিকত্ব সংক্রান্ত আইন পরিবর্তেনর আহ্বানও জানিয়েছেন। কারও দাবি, শুধু ভারতীয়রাই নন, অন্যান্য বিদেশিরাও বহুদিন ধরে এমনটা করে আসছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post