বাড়ির সামনে বসে গল্প করছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। সাথে আছেন আরও দুজন। গল্পে মশগুল থাকায় আশপাশে কী ঘটছে খুব বেশি একটা খেয়াল করছিলেন না। ঠিক তখন স্কুটি দিয়ে আসলেন দুই ব্যক্তি। একজন স্কুটি নেমে সুশান্তের কাছে গেলেন। দ্রুত আরও কাছে গিয়ে পিস্তল তাক করে দুই-দুবার ট্রিগারে চাপ দেন ওই ব্যক্তি। কিন্তু সৌভাগ্যক্রমে পিস্তলে ত্রুটি থাকায় গুলি বের হয়নি। আর এতে করে অলৌকিভাবে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
ভয়াবহ এই হত্যাচেষ্টার ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। এটি ঘটেছে গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) কলকাতা পৌরসভার ১০৮ নং ওয়ার্ডে।
সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, কাউন্সিলর সুশান্ত প্রথমে বুঝতেও পারেননি তাকে হত্যা করতে পিস্তলে ট্রিগার চাপা হয়েছে। যখন তিনি বুঝতে পারেন তখন ওই হামলাকারীকে ধাওয়া দেন। তার ধাওয়া খেয়ে স্কুটারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। তবে পা পিছলে যাওয়ায় আর স্কুটারে উঠতে পারেনি। এরপর উপস্থিত জনতা হামলাকারীকে ধরে ফেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে দেখা যাচ্ছে, হামলাকারী বলছে, সে এই কিলিং অপারেশনের জন্য কোনো টাকা নেয়নি। তাকে শুধুমাত্র কাউন্সিলেরর একটি ছবি দেওয়া হয়েছে আর নির্দেশ দেওয়া হয়েছে তাকে যেন হত্যা করা হয়।
পরবর্তীতে হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ বলেছে, কাউন্সিলরকে হত্যা করতে এই ব্যক্তিকে বিহার থেকে হায়ার করে আনা হয়েছিল। তাদের সন্দেহ, স্থানীয় বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করা হয়েছে।
কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেছেন, আমাকে কে হত্যার পরিকল্পনা করতে পারে আমার ধারণা নেই। আমি ১২ বছর ধরে কাউন্সিলরের দায়িত্ব পালন করছি। কখনো কল্পনা করিনি আমি কোনোদিন হামলার শিকার হব, তাও আমার এলাকায় বসা অবস্থায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post