ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মশিউর রহমান শান্ত (৪০) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) সকালের দিকে জেলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান শান্ত পৌরশহরে মসজিদ পাড়ার বাসিন্দা আবদুল করিমের ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক শারমিন জাহান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ড দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকার সুবাদে আসামি বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় আসামি তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও সম্মানহানির ভয় দেখিয়ে তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলাতে বাধ্য করেন। পরে আসামি বেপরোয়া হয়ে ওই ভিডিও কলের স্ক্রিনশর্ট ধারন করে তা ডিজিটাল কারসাজির মাধ্যমে পর্নোগ্রাফিতে রূপান্তর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী মশিউরকে আসামি করে ২০২২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় রাতেই মামলার আসামিকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post