বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। শুক্রবার (৮ নভেম্বর) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। তার বিদেশযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাত চিকিৎসকসহ ১৬ জন সফরসঙ্গী তার সঙ্গে যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। তবে এটি যদি সময়মতো না পাওয়া যায় তাহলে তার যাত্রা এক-দুই দিন পিছিয়ে যেতে পারে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর খালেদা জিয়া লন্ডন যাবেন। লন্ডনে পৌঁছানোর পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র বা জার্মানির কোনো বিশেষ স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হতে পারে।
তিনি আরও বলেন, লন্ডনে একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানে তার চিকিৎসা করা হবে।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। তিনি বর্তমানে গুলশানের বাসায় মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post