দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ৪১ বসন্ত পার করে নতুন বছরে পা রেখেছেন। অভিনয় জগতে নিজের এক অনন্য স্থান তৈরি করেছেন তিনি। তার অভিনয় শৈলী এবং লাবণ্যের ছোঁয়া দর্শকদের মন জয় করে নিয়েছে।
কিন্তু ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে কিছুটা অসম্পূর্ণতা অনুভব করেন বাঁধন। এক সাক্ষাৎকারে তিনি নিজের এই অনুভূতির কথা খোলাখুলিভাবে স্বীকার করেছেন।
একজন সিঙ্গেল মাদার হিসেবে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই তার জীবন চলে। মেয়ের প্রতি গভীর ভালোবাসা থাকলেও, জীবনসঙ্গীর অনুপস্থিতি তার মনে একটা ফাঁকা অনুভূতি সৃষ্টি করে।
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও নতুন করে জীবন শুরু করতে চান। গত সোমবার নিজের ৪১তম জন্মদিনে এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সামনে নিজের এই ইচ্ছার কথা স্পষ্ট করে জানিয়েছেন।
বাঁধন বলেন, “আমার মেয়ে সায়রা এখন বড় হয়েছে। সে চায় আমার জীবনে কেউ থাকুক। মায়ের সব কষ্ট দেখে তার মনে হয়েছে, আমার একজন সঙ্গী দরকার।”
তিনি আরও বলেন, “এখন আমার মনে হয়, একজন জীবনসঙ্গী থাকতেই পারে। আমার মতো যে আমাকে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে তার সঙ্গে পথ চলতে চাই।”
চল্লিশের কোটা পেরিয়ে নতুন জীবন শুরুর কথা বলতে গিয়ে বাঁধন বলেন, “৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।”
অতীতের কথা স্মরণ করে বাঁধন বলেন, “বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনও সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি না। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post