লালমনিরহাটের আওয়ামী লীগ নেতা সাখাওয়াত সুমন খানের কর্মচারীর অ্যাকাউন্টেও সন্ধান মিলেছে প্রায় দুইশ কোটি টাকার। এ ঘটনায় অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সিআইডি। গত বৃহস্পতিবার রাতে সংস্থাটির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার সুমন খানসহ তিনজনের নামে সদর থানায় মামলাটি করেন।
অভিযুক্ত সুমন খান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি হুন্ডি সুমন নামেও পরিচিত।
মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও অর্থ পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালায় লালমনিরহাট সিআইডি। অনুসন্ধানে তার ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা এবং স্ত্রীর ব্যাংক হিসাবে মোছা. নাহিদা আক্তার রুমার ৪ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার সন্ধান মেলে। এ ছাড়া সুমন খানের কর্মচারী তৌকির আহমেদ মাসুমের অ্যাকাউন্টে পাওয়া যায় ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকা। উপার্জনের বৈধ কোনো উৎস না থাকলেও এসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। এসব অপরাধে মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে মামলা করে সিআইডি।
এএসপি আবদুল হাই আরও জানান, নিয়ম অনুযায়ী মামলাটি তদন্ত করবে সিআইডি। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post