যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের লিবিয়া প্রবাসী শাহজাহান কবীর (৫৫) এর মরদেহ ২৫ দিন পর রাতে লিবিয়া থেকে দেশে আনা হয়েছে। শাহাজাহান দাউদখালী গ্রামের মৃত আলহাজ্ব আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। রবিবার রাত দুইটার দিকে শাজাহানের লাশ ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৩ টার দিকে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। এসময় প্রবাসী কল্যান সংস্থা ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেন তাদের হাতে।
শাহাজাহান লিবিয়ার বেন গজী শহরে কাজ করতেন। সেখানে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসারত অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ ই অক্টোবর মারা যান তিনি। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দুতাবাসের মাধ্যমে ২৫ দিন পর তার লাশ দেশে আনা হয়।
দীর্ঘ প্রতিক্ষার পর শাজাহান কবীরের লাশ গ্রামে এসে পৌছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সুচনা হয়। প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সকাল ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
শাহাজাহান ৫’বছর আগে অবৈধভাবে লিবিয়ায় যান। এর পূর্বেও তিনি লিবিয়ায় ৮ বছর প্রবাস জীবন কাটান। সেখানে তিনি একটি বেসরকারী কোম্পানিতে চাকুরী করতেন। এই বছরই তার ছুটিতে দেশের বাড়ীতে আসার কথা ছিল। কিন্তু তা আর হলো না। শেষে তিনি লাশ হয়ে বাড়ি ফিরলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post