ইরানের সঙ্গে সঙ্গে যৌথ নৌ মহড়া করতে চায় সৌদি আরব।ইরানি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম এ কথ্য জানিয়েছেন।
রিয়ার অ্যাডমিরাল শাহরাম জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সৌদি আরব প্রথমবারের মতো একটি যৌথ নৌ মহড়া অনুষ্ঠানের আগ্রহ প্রকাশ করেছে। খবর মেহের নিউজের।
লোহিত সাগরে ইরানের নৌবাহিনীর কার্যক্রম তুলে ধরে শাহরাম ইরানি বলেন, সৌদি আরব ওই অঞ্চলে একটি সম্মিলিত মহড়া অনুষ্ঠানের প্রস্তাব করেছে। পাশাপাশি দুই দেশ বন্দরে তাদের উপস্থিতির বিষয়ে পরস্পরকে আমন্ত্রণ জানিয়েছে।
শাহরাম ইরানি বলেন, দুই পক্ষের উদ্যোগের মধ্যে একটি দ্বিপক্ষীয় মহড়ার পরিকল্পনা এবং অন্য দেশের সম্ভাব্য অংশগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে। এই মহড়া বাস্তবায়ন করার জন্য বর্তমানে সমন্বয় প্রচেষ্টা চলছে এবং দুই পক্ষ প্রয়োজনীয় আলোচনায় অংশ নেবে।
উভয় পক্ষের সামরিক পর্যবেক্ষকরা এই মহড়ার ফলাফল এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক গতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব বিশেষ মনোযোগ দিয়ে মূল্যায়ন করবেন।
লোহিত সাগরে প্রস্তাবিত এই যৌথ নৌ মহড়া এই অঞ্চলে ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতার তৃতীয় উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
২০১৮ সালে ওমান এবং পাকিস্তানের পাশাপাশি ইরান ও সৌদি আরব ভারত মহাসাগরে ‘কোয়ালিশন অব ফ্রেন্ডশিপ’ নামে একটি যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছিল।
এছাড়া, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণ জলসীমায় নয়টি দেশের অংশগ্রহণে যে নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে তাতে সৌদি আরব অংশ নিয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post