সর্বশেষ

নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু, বহু চাপা পড়ার শঙ্কা

শ্রমিকের কাজ করতে ভারতে অনুপ্রবেশ, গ্রেফতার ৪১ বাংলাদেশি

ভারতের বেঙ্গালুরুতে একটি নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২ জনকে। এ ঘটনায় আরও ১২ জন চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেঙ্গালুরুর বাবুসাপালিয়ায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহ থেকে পূর্ব বেঙ্গালুরুসহ কয়েকটি এলাকায় ভারী বর্ষণ হচ্ছে।

উদ্ধার অভিযান চালাতে ফায়ার ও জরুরি বিভাগের দুটি উদ্ধারকারী ভ্যান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন শহরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, অন্যান্য সংস্থাগুলোর সহায়তায় সমন্বিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের সূত্রগুলো নিশ্চিত করেছে যে, তারা তিনটি মরদেহ উদ্ধার করেছে। জীবিত বা মৃতদেহের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।

সিসিটিভি ফুটেজে সাততলা ভবনটি ধসে পড়ার মুহূর্ত ধরা পড়েছে। তবে, সূত্র জানিয়েছে, ভবনটিতে শুধুমাত্র চার তলার অনুমতি ছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup