যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে তারা দেশে ফিরেছেন। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গণমণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্বাগত জানানোর কথা রয়েছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post