হবিগঞ্জের মাধবপুরে কোটি টাকার শাড়ি মূল্যের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ছিল ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন।মুক্তিযোদ্ধা চত্বর
কাঠের গুঁড়ার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করে তারা। পরে তল্লাশি চালিয়ে চার কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সাড়ে তিন হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করে।
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post