গাজায় ইসরাইলি আগ্রাসনের এক বছর পূর্তিতে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে দুজন নারী আহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) এ হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। খবর আলজাজিরার।
ইসরাইলি সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে এই হামলার সূত্রপাত হয়েছে। সেখান থেকে তেল আবিবে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ) বলেছে, মধ্য ইসরাইলে ছোড়া রকেটের শার্পনেলে ৩০ বছর বয়সি দুই নারী হালকা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং তারা ভালো আছেন।
হামলার বিস্তারিত এখনো জানা যায়নি। ইসরাইলি সামরিক বাহিনী নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেয়া হয়েছে।
মধ্য ইসরাইলে চালানো এই হামলার দায় স্বীকার করেছে হামাস। সংগঠনটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরাইলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আগস্টের পর ইসরাইলের কোনো বড় শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের এটিই প্রথম হামলা।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন। আর ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ এক বছরে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯৭ হাজারেরও বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post