ক্রমশ যুদ্ধের এগোচ্ছে ইরান-ইসরায়েল সংঘাত। ইরানের হামলার প্রতিশোধ নিতে মরিয়া ইসরায়েল। তেহরানে বড়সড় হামলার পরিকল্পনা। ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে নতুন ভাবে মোতায়েন হল হাজার হাজার মার্কিন সেনা।
মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, নতুন করে প্রায় তিন হাজার সেনা ও চারটি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে মার্কিন সেনার পরিমাণ তেতাল্লিশ হাজার। এছারাও আছে কয়েক ডজন সর্বাধুনিক যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান। নতুন করে পাঠানো যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে এফ ফিফটিন পি ও এফ সিক্সটি, এফ টোয়েন্টি টু পোর্টেম এয়ার ক্রাফট। এছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে আঁটসাটো
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইতিমধ্যে ইউরোপের দেশগুলির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমেরিকান সেনাদল। এরমধ্যে সিরিয়ায় মোতায়েন রয়েছে প্রায় নয়শ সেনা। ইরাক,সিরিয়া ছাড়াও পারস্য উপসাগরের উপকূলে কাতারে রয়েছে রয়েছে মার্কিন ঘাঁটি।
সেনার পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে রয়েছে মার্কিন যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ। ইজরায়েল ও লেবাননের সীমান্তবর্তী পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণকারী জাহাজ মোতায়েন রয়েছে। এছাড়া প্রাইভেট মিসাইল ধ্বংসকারী জাহাজ USS BOON, USS Stalk Bail, USS Bulky মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ইরানে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post