বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ হজ পালনে সৌদি আরব গমন করেন। এতে বড় অংকের অর্থ ব্যয় হয়। এতে সবার পক্ষে হজ পালন করা সম্ভব হয় না। এজন্য আগামী বছর বাংলাদেশিদের জন্য কম খরচে হজ পালনের দুটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সৌদি আরবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা জানিয়েছেন।
হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে সৌদি আরব সফর করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মক্কায় তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, বিমান ভাড়া এবং মক্কা-মদিনার স্থানীয় ভাড়া কমানোর পাশাপাশি, সমুদ্রপথে হাজিদের পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজের খরচ সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। এই পদক্ষেপগুলো হাজিদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও বলেন, ‘হজের প্যাকেজটা আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব। এজন্য আমরা কাজ করছি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধিরা আছেন, এজেন্সির প্রতিনিধিরা আছেন, আমরা সবাই বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো পর্যালোচনা করবো।
জনসংখ্যা অনুপাতে সৌদি সরকারের ঘোষিত কোটা অনুযায়ী এ বছরও ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post