আমেরিকার পেনসিলভানিয়া শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের দোহাজারী পৌরসভার খানবাড়ি এলাকার ১ যুবক নিহত হয়েছে। তার নাম নওশাদ খান (২২)।
শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নওশাদ খানের বড় চাচা লিয়াকত আলী খান জানান, তার ছোট ভাই শামসুল খান পরিবার নিয়ে আমেরিকার পেনসিলভানিয়া শহরে বসবাস করেন। সমপ্রতি শামসুল খান বাংলাদেশে বেড়াতে আসেন।
তার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিল আমেরিকায়। শুক্রবার বেলা ১১টার দিকে তার ভাতিজা নওশাদ খান তার প্রাইভেট কার নিয়ে বের হলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমেরিকায় অবস্থানরত পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি তাদের নিশ্চিত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post