বিচারক নালিশটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন বলে ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জানান।
বিয়ে করে জর্ডান পাচারের অভিযোগে সাইপ্রাস প্রবাসীসহ তার মা-বাবা ও দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন কন্যার মা।
বুধবার বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে ওই মামলা করা হয় জানিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ নালিশটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার বাদী বরিশাল নগরীর বাসিন্দা।
আসামিরা হলেন- বগুড়ার কাহালু থানার সিংড়াপাড়া প্রতাপপুর এলাকার বাসিন্দা ও সাইপ্রাস প্রবাসী জাহিদ, তার বাবা আব্দুল মান্নান আকন্দ, মা জোসনা বেগম, দুই ভাই মাসুম আকন্দ ও এলিন আকন্দ।
নালিশির বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, বাদীর কন্যার সঙ্গে ফেইসবুকের মাধ্যমে সাইপ্রাস প্রবাসী জাহিদের প্রেমের সম্পর্ক হয়।
পরে ২০১৯ সালের ২৭ জুলাই বাদীর মেয়েকে বরিশালে এসে বাবা-মা ও ভাইদের নিয়ে বিয়ে সম্পন্ন করেন জাহিদ। পরে জাহিদ স্ত্রীকে জর্ডান নিয়ে যান। সাইপ্রাস প্রবাসী জাহিদ স্ত্রীকে পাচারের উদ্দেশে তাকে জর্ডান নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মামলায় আরও বলা হয়, সেখানে গিয়ে বাদীর মেয়েকে গৃহপরিচারিকার কাজ দেওয়া হয়।
স্ত্রী হিসেবে সেখানে নিয়ে গৃহপরিচারিকার কাজ দেওয়ার বিষয়টি জানতে চাইলে বাদীর ওপর ক্ষুব্ধ হন আসামি। এরপর থেকে কন্যার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে অভিযোগ বাদীর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post