বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের ঘর থেকে এক হাজার পিস কম্বল উদ্ধার করা হয়েছে। দুস্থদের বিতরণের জন্য সাবেক সংসদ সদস্য পংকজ দেবনাথের কোটায় এসব কম্বল আসে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা।
জানা গেছে, উপজেলার খুন্না বাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন খান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পংকজ দেবনাথের সব কাজ করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রিপন খানের একটি ঘরে সরকারি কম্বল লুকিয়ে রাখা হয়েছে। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কম্বলগুলো জব্দ করা হয়।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খুন্না বাজারের একটি ঘর থেকে এক হাজার সরকারি কম্বল জব্দ করা হয়েছে। কম্বলের ওপর লেখা রয়েছে ‘নট ফর সেল’। কম্বলগুলো গরিব-দুস্থদের বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত রিপন খান বলেন, কম্বলগুলো এমপি পংকজ দেবনাথের। জাতীয় নির্বাচনের সময় স্থানীয় আওয়ামী লীগে কোন্দল থাকায় এসব বিতরণ করা যায়নি। পরে উপজেলা পরিষদ নির্বাচন চলে আসে। গরিব-দুস্থদের জন্য দেওয়া এসব কম্বল একটি কোম্পানির।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post