ভারতে পাচারের সময় বেনাপোলের সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)।
আজ বুধবার দুপুরে যশোর–বেনাপোল সড়কে কাঁচাবাজার এলাকায় মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় তাকে আটক করা হয়।
আটককৃত ওই পাচারকারীর নাম কদম আলী। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘গোপন খবরের ভিক্তিতে পাচারকারীর অবস্থান জানতে পেরে বিজিবির একটি দল কদম আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। তাঁর প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছিল স্বর্ণের বারগুলো। জব্দকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৫০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি আটত্রিশ লাখ পাঁচ হাজার পাঁচশ টাকা।’
বিজিবি কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসাবে আটক করা হয চালানটি।
আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post