নির্দিষ্ট করে শুধু বাংলাদেশিরাই মালদ্বীপে ধরপাকড়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এখন শুধু রাস্তাঘাটে নয়, বাসা থেকেও অবৈধদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যাদের ভিসা ঠিক আছে, তারাও হয়রানির শিকার হচ্ছেন।
দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে লেখা হয়েছে, মালদ্বীপে অন্য দেশের যারা অবৈধভাবে কর্মরত আছেন, তাঁদের ছাড় দেওয়া হলেও খুঁজে খুঁজে বাঙালিদের ধরা হচ্ছে।
এক মালদ্বীপ প্রবাসী জানান, অবৈধভাবে ব্যবসায় জড়িত ব্যক্তিদের ধরতে এসে অসহায় কর্মচারীদেরও ধরে নিয়ে যাচ্ছে। অথচ তারা লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে গিয়েছেন। এই প্রবাসী বলেন, নিজ নিজ কোম্পানিতে কাজ করতে বলা হচ্ছে। অথচ কিছু কোম্পানিতে কাজ করলে ঠিকমতো বেতনও দেয় না।
বাংলাদেশ থেকে নতুন কর্মী আনার পরিকল্পনা থেকেই ধরপাকড় চলছে বলেও মনে করেন এই প্রবাসী। নতুন কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোম্পানির ভিসায় যারা মালদ্বীপ যেতে চান, তাঁরা অল্প বেতনে দীর্ঘসময় কোম্পানিতে থাকতে পারবেন না। ফলে তারাও কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে যাবেন। তিনি প্রবাসীদের দালালের খপ্পরে না পড়ার পরামর্শ দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post